‘প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে’
নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে না পারলে এর দায়ে প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নার্সেস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের আমলেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। কারণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকেও খুঁজে বের করতে পারছে না।’
‘আজকের প্রেক্ষাপট: গুম, খুন অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সালাহ উদ্দিনকে অপহরণসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে এ সমাবেশের আয়োজন করে ন্যাব।
খন্দকার মাহবুব বলেন, ‘হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা মারা হচ্ছে। হরতাল-অবরোধ রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষা। কিন্তু আজকে এ স্বৈরাচারি সরকার সে প্রতিবাদের ভাষাকে ভিন্নখাতে নেবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে এ আইনজীবী নেতা বলেন, ‘ক্ষমতার মায়া ত্যাগ করে দেশবাসীকে বাঁচান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আপনার কোনো নির্দেশ পালন করবে না।’
সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘যারা বাংলাদেশকে নতুন করে বধ্যভূমি বানাতে চায়। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে আরেকটি যুদ্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণ বেঁচে থাকার অধিকার চায়। আমাদের এ অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর প্রমুখ।
মন্তব্য চালু নেই