বাংলাদেশ দলকে জরিমানা, মাশরাফি নিষিদ্ধ
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে এমনিতেই বিষন্ন মন মাশারাফি বিন মর্তুজাসহ ১৬ কোটি বাংলাদেশীর। সেই বিষন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে মাশরাফির ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি।
বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে স্লো ওভার রেট বোলিংয়ের কারণে মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। সঙ্গে মাশরাফিকে গুনতে হচ্ছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানাও।
শুধু অধিনায়ক নন, বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদেরও তাদের নিজ নিজ ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হবে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে ইনিংস শেষ করার নির্দিষ্ট সময়ে ২ ওভার কম বোলিং করতে পেরেছেন মাশরাফিরা।
এর আগে গত ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ‘স্লো ওভার রেট’র দায়ে অভিযুক্ত হয়েছিলেন তারা। ফলে আইসিসির নিয়মানুযায়ী, টানা দ্বিতীয়বারের মতো ধীর গতির বোলিংয়ের কারণে দলের অধিনায়ক মাশরাফিকে জরিমানা করার পাশাপাশি ১ ম্যাচ নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি রোশান মাহানামা।
মন্তব্য চালু নেই