এবার সেন্সরে নায়লা!
এবার সেন্সর বোর্ডের সামনে পড়েছেন সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম ! না সরাসরি সেন্সর বোর্ডের সামনে পড়েননি তিনি। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ সিনেমাটি।
আর এ ছবির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। এ প্রসঙ্গে নায়লা নাঈম বললেন,’যদিও আমি সিনেমাতে আইটেম সং এ পারফর্ম করেছি,তারপরও এই সিনেমাটির প্রতি আমার ভালবাসা আলাদা। কারণ এটি বড় পর্দায় আমার প্রথম কাজ। আমি খুবই আনন্দিত যে সিনেমাটি সেন্সরে জমা পড়েছে। আশা করছি দর্শকরা আমাকে বড় পর্দায় পছন্দ করবেন।’
উল্লেখ্য,এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার দুই প্রিয় মুখ সজল ও মৌসুমি নাগ। এ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, রোমানা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সাবিহা মাসুম, জুবায়ের হিল্লোল, জারা, তারিক আনাম খান প্রমুখ।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J9OHSbdKlq8
মন্তব্য চালু নেই