ঢাবিতে ১৮টি ককটেল উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮টি ককটেল উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে ককটেলগুলো উদ্ধার করেন র‌্যাব-৩-এর সদস্যরা।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল তিন নেতার মাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক নেই। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা এগুলো রেখে গেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই