উনি নিজেই ফরমালিন: গয়েশ্বর
বিএনপি নির্বাচনে না যাওয়ায় পচে গেছে। তাদের এখন ফরমালিন দিয়ে তাজা রাখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘উনি নিজেই ফরমালিন হয়ে গেছেন।’
জাপান সফর শেষ করে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেখানে তিনি বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করেন।
সাম্প্রতিক ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে তার জন্যও বিএনপিকে দায়ীকে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘র্যাব গঠনের প্রাক্কালে আওয়ামী লীগ সভানেত্রীর মতামত শুনলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সব দোষ মানুষের, উনার (প্রধানমন্ত্রী) কোনো দোষ নেই। উনি উনার চিরাচরিত বক্তব্য দিয়েছেন।’
মন্তব্য চালু নেই