বেরোবি ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বেলা সোয়া ১২ টার দিকে বাংলাদেশের সাধীনতার স্থপতি বঙ্গব›ধুর ৯৬ তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে আলোচনা সভা এবং মসজিদে মিলাদ মাহফিলের উদ্দেশ্যে রংপুরের বাড়ি থেকে রওয়ানা হওয়ার পথে এ সন্ত্রাসী হামলার স্বীকার এ ছাত্রলীগ নেতা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মেহেদী হাসান শিশির মুঠোফোনে জানান,আজ বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের ৯৬ তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ার সামনে এক আলোচনা সভা এবং কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

এ উপলক্ষে মোস্তফা মাহমুদ রংপুর মুলাটোল পাকার মাথার তাঁর নিজ বাড়ি থেকে রওয়ানা দিলে সন্ত্রাসিরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় পুলিশ রিপন নামে এক স্থানীয় ব্যাক্তিকে আটক করে।তবে এখনো এ সন্ত্রাসী হামলার প্রকৃত কোনো কারন জানা যায়নি।



মন্তব্য চালু নেই