ইন্টারনেট কাঁপানো রহস্যময় সেই জামাটি! (ভিডিও)

শুরুতেই প্রশ্নটা করি আপনাকে? এই জামাটার রঙ কী? “উত্তর- কি উল্টাপাল্টা জিনিষ মানুষ ফেইসবুকে পোস্ট করে?” এইটাই তো ভাবছেন, তাই না? কারণ এই জামার রঙ কী এটা কি ভাবার কিছু আছে? নির্ঘাত সোনালী আর সাদা? নাকি নীল আর কালো?

ঘটনা হলো, এই জামাটার রঙ নিয়ে বিশাল বিতর্ক। প্রচুর মানুষ এটাকে সোনালী-সাদা দেখলেও কেউ কেউ এটাকে নীল-কালো দেখছেন। আবার কারো কারো চোখের সামনেই এই জামাটার রঙ পাল্টে সোনালী-সাদা হতে নীল-কালো হয়ে যাচ্ছে।

মানে এই জামার কালার এক এক জন এক এক রকম দেখছেন। এনিয়ে ফেসবুক, ইউটিউব, মিগ, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় চলছে। এনিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ফেসবুকে জামাটি দেয়ার পরপরই নানা কমেন্ট পড়ছে। তবে জামাটি নিয়ে যতই বিতর্ক থাকুক এর একটি সাইন্টিফিক ব্যাখ্যাও দেয়া হয়েছে।

ছবিটি নিয়ে গবেষণা করছেন মিগ সেলেব্রিটিরা…

সাইন্টিফিক ব্যাখ্যা

১. আলোর তারতম্যের কারণে জামাটি এক এক জনের কাছে এক এক রকম মনে হচ্ছে।

২. চোখের গঠনগত সামান্য পার্থক্যের কারণ (রড এবং কোন কোষের উপস্থিতি) এক এক রকম মনে হচ্ছে।

৩. যখন ছবিটি দেখা হচ্ছে তখন দর্শকের অাবেগিক অবস্থানের কারণে এর রঙ এক এক রকম মনে হচ্ছে।

তবে আপনি যাই দেখেন না কেন জামাটি কিন্তু আসলে নীল আর কালোর সমন্বয়। নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি কালার দেখছেন। দেখি কাদের সংখ্যা বেশি হয়।

ভিডিও>>> (বিজ্ঞানীদের এক পক্ষের ব্যাখ্যা। এমন আরো বেশ কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।)



মন্তব্য চালু নেই