রাবিতে সাইকেল চোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরি করার সময় চোরকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে রবিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদুল্লাহ কলা ভবনের পূর্ব ফটকের ভেতরে শিক্ষার্থীরা নিয়মিত বাই সাইকেল রাখে। আজ সকাল দশটার দিকে বহিরাগত এক ব্যক্তি সেখান থেকে একটা বাই সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে বের হতে লাগলে ভবনের পাশেই চা’য়ের দোকানে বসে থাকা সাইকেলের মালিক জাহাঙ্গীর আলম তার সাইকেল চিনতে পারে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরে সে তার বন্ধুদের সাথে নিয়ে সাইকেল উদ্ধার করার জন্য দৌড়ে আসলে চোর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরে সাধারণ শিক্ষার্থীরা মারধর করে পুলিশে সোপর্দ করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দর রউফ বলেন, সাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য চালু নেই