এবার শাকিরাকে হারিয়ে দিলেন রোনালদো

ফুটবল মাঠে তো কত তারকা কিংবা দলকে হারিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে অন্য প্রতিযোগিতায় কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে হারিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার।
রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠের পারফরমেন্স ইদানিং কিছুটা খারাপ হলেও, মাঠের বাইরে এর প্রভাব খুব একটা প্রভাব ফেলছে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি আগের চেয়ে বেশ জনপ্রিয় পাত্র হয়ে উঠেছেন। ফেসবুকে রোনালদোর অনুসারীদের সংখ্যা সেটাই প্রমাণ করছে।
ফেবসুকে রোনালদো এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। জনপ্রিয়তায় এই পর্তুগিজ সুপারস্টার ছাড়িয়ে গেছেন কলম্বিয়ান পপস্টার শাকিরাকে। ফেসবুকে সর্বাধিক ১০৭ মিলিয়ন (১০ কোটি ৭০ লক্ষ) লাইক নিয়ে সবার ওপরে উঠে এসেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার জেরার্ড পিকের স্ত্রী শাকিরার চেয়ে প্রায় ৫ হাজার লাইক বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।
ফুটবলারদের মধ্যে ফেসবুকে লাইক সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এলএম টেন রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। ৭৮ মিলিয়ন লাইক নিয়ে দ্বিতীয় স্থানটি মেসির দখলে। ৫২ মিলিয়ন লাইক নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড বেকহাম ও নেইমার।
শুধু ফেসবুক নয়, টুইটারেও জনপ্রিয়তার অন্যান্য ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনলদো। সর্বোচ্চ ৩৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে সবার ওপরে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। ৩৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে এরপরই রয়েছেন ব্রাজিলিয়ান রিকার্ডো কাকা।
সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদো জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দলের সাম্প্রতিক পারফর ম্যান্স বেশ হতাশাজনক। গেল ৪ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এর মধ্যে দুটিতেই পরাজিত হল তারা।
* ফেসবুকে লাইক সংখ্যা
ক্রিশ্চিয়ানো রোনালদো | ১০৭ মিলিয়ন |
লিওনেল মেসি | ৭৮ মিলিয়ন |
ডেভিড বেকহাম | ৫২ মিলিয়ন |
নেইমার | ৫২ মিলিয়ন |
রিকার্ডো কাকা | ৩৩ মিলিয়ন |
রোনালদিনহো | ৩১ মিলিয়ন |
মেসুত ওজিল | ২৮ মিলিয়ন |
মাইকেল জর্দান | ২৮ মিলিয়ন |
আন্দ্রেস ইনিয়েস্তা | ২৪ মিলিয়ন |
কোবে ব্রায়ান্ট | ২১ মিলিয়ন |
মন্তব্য চালু নেই