সাতটি চুম্বন দৃশ্য নিয়ে হাজির হচ্ছেন রণবীর-আনুশকা
বলিউডের বর্তমান সময়ে আলোচনার শীর্ষে যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে ‘বম্বে ভেলভেট’ অন্যতম। সিনেমাটিতে নতুন জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর। শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে আনুশকা ও রণবীরের চুম্বন দৃশ্যও থাকবে।
আনুশকা শর্মা ও রণবীর কাপুর যে এই সিনেমায় পরস্পরকে দুই একবার চুম্বন করবেন ব্যাপারটা তা নয়। সিনেমায় গুনে গুনে তাদেরকে সাতবার চুম্বন করতে দেখা যাবে। অনুরাগ কাশ্যপ এই দুই তারকার রসায়ন যে সিনেমায় বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তা তো বোঝাই যায়। রণবীর ও আনুশকার চুম্বনদৃশ্য সিনেমাটির প্রথম ট্রেইলারেই নাকি দেখা যাবে। ট্রেইলারটি এই সপ্তাহেই নাকি প্রকাশিত হবে।
রণবীর কাপুর এই সিনেমায় একজন স্ট্রিট ফাইটার ও আনুশকা জ্যাজ সঙ্গীতশিল্পী হিসেবে অভিনয় করেছেন। এ বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।
মন্তব্য চালু নেই