প্রেমের হাওয়ায় উড়ছেন নিরব-তানহা
কক্সবাজারের সমুদ্র সৈকতে নাচে গানে মাতাল হতে কার না ভালো লাগে। নায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে মডেল-অভিনেতা নিরব এখন সেরকম রোমান্সেই ব্যস্ত।
কক্সবাজারে রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবির রোমান্টিক গানের শুটিং শুরু হয়েছে আজ থেকে। ‘মন পাখা মেলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও সিঁথি সাহা। গানটির সঙ্গীত পরিচালনাও করেছেন আরফিন রুমি। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।
নিরব প্রিয়.কমকে বলেন, ‘প্রেমের গানের শুটিং করতে গেলে আমি বরাবরই রোমান্টিক হয়ে পড়ি। এ ছাড়া তো দর্শক নেবে না। আজও বেশ মজা নিয়ে গানের শুটিং করলাম।’
তিনি আরও বলেন, ‘শুধু গান নয়, এখানে বেশ কয়েকটি সিকুয়েন্সের শুটিংও করবো। চলবে আঠারো তারিখ পর্যন্ত। মাঝে আবারো টার্গেটের শুটিং করতে কাল সকালে ঢাকায় যাবো। ফিরবো তার পরেরদিনই।’
উল্লেখ্য ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন তানহা ও নিরব। ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছন পরিচালক।
মন্তব্য চালু নেই