জেলা আওয়ামী লীগ নেতার নির্মিত ভবনে ককটেল বিস্ফোরণ

রাজশাহী: রাজশাহী মহানগরীর নিউ মার্কেটের উত্তর পাশে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী’র নির্মানাধীন বহুতল ভবন ‘ ওমর থিম প্লাজা’র সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগরীর ব্যস্ততম ওই রাস্তা থেকে কে বা কারা ‘ ওমর থিম প্লাজা’ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি।

বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই