মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মানব-বন্ধন
“শঙ্কা মুক্ত জীবন, নিরাপদে ক্লাশ ও পরীক্ষা দেয়া এবং শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানবন্ধন করেছেন।
শনিবার সারাদেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রায় দুই হাজার কলেজে চলমান হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে কলেজ চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানবন্ধনে শিক্ষার্থীদের সাথে শিক্ষক-কর্মচারীরাও অংশ নেন।
এসময় অন্যান্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ খাদিজা আক্তার ও পরিচালনা পরিষদের সদস্য মোখলেছুর রহমান মন্টু উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই