দু’মুখো গরু নিলামে, ফেসবুকে তোলপাড়

অস্ট্রেলিয়ায় দু’মুখো একটি গরু নিয়ে ফেসবুকে তোলপাড় চলছে । জন্ম থেকেই দুটো মুখ গরুটির। জেনেটিক বিভাজনে এভাবেই জন্ম হয় তার। কিন্তু স্বাস্থ্য চমৎকার অবস্থায় আছে। একেবারে সুস্থ-সবল গরু এটি। এমনই একটি গরু নিলামে বিক্রি হল অস্ট্রেলিয়ায়। উত্তর কুইন্সল্যান্ডের মারিবা অকশনে বিক্রি হওয়া গরুটি নাকি সরাসরি কসাইখানায় চলে যাবে।

এ সপ্তাহেই অনুষ্ঠিত নিলামে ‘টু ফেসড’ নামের গরুটি ৫৩৭ অস্ট্রেলিয়ান ডলারে (২৭০ ইউরো) বিক্রি হয়। দু’মুখো হলেও অন্যান্য অবস্থা স্বাভাবিক। ক্রেতার মনে সন্দেহ থাকলেও বিক্রেতার দাবি, এটি পুরোপুরি সুস্থ।

মারিবা সেলইয়ার্ড ফেসবুকে এই গরুর ছবি দেয়াতে অস্ট্রেলিয়ায় ক্রেতাদের মাঝে তোলপাড় শুরু হয় । দু’মুখো গরুটির দ্বিতীয় মুখে একটি চোখ ও একটি দাঁতও রয়েছে। দুটো মুখ ছাড়া আর সবই স্বাভাবিক। জন্মগত সমস্যা ছাড়া এর আর কোনো সমস্যা নেই। সূত্র : টেলিগ্রাফ



মন্তব্য চালু নেই