মধ্যরাতের আইটেম গার্ল সিমলা!
মনা পার্কের আলো আঁধারিতে করা হয়েছে আলোকসজ্জ্বা। রহস্যময় পরিবেশের আবহে সারারাত আইটেম গানে নাচলেন চিত্রনায়িকা সিমলা। ১২ মার্চ গভীর রাতে শুরু হয় এ আইটেম গানের চিত্রায়ন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এফএ সুমন।
রশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্রটির নাম- নাইওর। এতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সিমলা। তার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।
সিমলা বলেন, ‘খুব ভালো লাগছে আইটেম গানটিতে পারফর্ম করতে পেরে। খুব ভালো কাজ হবে আশা করি।’
তিনি আরো বলেন, এক দেড় বছর আগে আমার সঙ্গে যোগাযোগ করেন রাশিদ পলাশ। তখনও ঠিক হয়নি আমি এ চলচ্চিত্রে অভিনয় করছি কি না। শেষ পর্যন্ত অভিনয় করছি। এ চলচ্চিত্রের পেছনে কাজ করছে একদল প্রাণবন্ত তরুণ। আমরা সকলেই আশা করছি ভাল কিছু উপহার দিতে পারব দর্শকদের।’
এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ।
এর আগে না-মানুষ’ সিনেমায় প্রথম একটি আইটেম গানে নেচেছিলেন সিমলা।
মন্তব্য চালু নেই