একা নাচতে রাজি, স্ত্রীর সঙ্গে নয়…
চলতি প্রবাদের জ্ঞানী উক্তি- অন্যের বউকে সবসময় সুন্দর লাগে। চোখে আঙুল দিয়ে সেকথার সত্যতা প্রমাণ করলের পাকিস্থানী ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। আর তাই একলা কিংবা অন্য যে কোন রমনীর সঙ্গে কোমড় দোলাতে রাজি হলেও স্ত্রীর সঙ্গে নাচতে নারাজ তিনি।
সম্প্রতি শোনা যায়, শহীদ আফ্রিদি নাচবেন ভারতীয় একটি টেলিভিশনের রিয়েলিটি অনুষ্ঠানে। তাই রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র মোটা টাকার প্রস্তাব লুফে নিয়েছিলেন তিনি। তবে সেখানে স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে নাচতে হবে তাকে। আর সেখানেই বিপত্তি।
তার স্ত্রীর নাচ কেউ দেখুক, তা চাননা শহীদ। আর তাই বেঁকে বসেছেন ‘আদর্শ’ স্বামী। চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছেন- তিনি একা কিংবা অন্য যে কোন মহিলার সঙ্গে নাচতে রাজি আছেন আফ্রিদি, তবে স্ত্রী সঙ্গে কিছুতেই নয়। স্ত্রীর সঙ্গে নাচের পারিশ্রমিক প্রায় চূড়ান্ত চুক্তি করে ফেলেছিলেন তিনি, কিন্তু হঠাৎই নারাজ হয়ে গেলেন।
রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র মঞ্চে জুটি বেঁধে নেচেছেন তারকা দম্পতি সোয়েব মালিক এবং সানিয়া মির্জা। স্ত্রী সানিয়ার সঙ্গে পারফর্ম করে তার ভিন্নধর্মী ও চমৎকার অভিজ্ঞতার কথা বলেছেনও সবখানে। তাকে দেখেও হেরফের নেই আফ্রিদির সিদ্ধান্তে। তার ওই এক কথা, ‘বিবি কো নাহি নাচানা হ্যায়!’
মন্তব্য চালু নেই