‘সাকিব-রুবেল দু’জনই পাকিস্তানি বোলার!’
বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে নেমে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।
বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান একাই তুলে নেন ম্যাককালাম ও উইলিয়ামসনের রেকর্ড। এম্যাচে পেসার রুবেলও দুর্দান্ত বোলিং করেন। তাদের ছবি প্রকাশ করে বিশ্বব্যাপি ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাজেন্স ফ্রেন্স প্রেস(এএফপি)।
কিন্তু সাকিব ও রুবেলের ছবির ক্যাপশনে তারা লিখেছে সাকিব-রুবেল দু`জনই পাকিস্তানি বোলার!
মন্তব্য চালু নেই