সোনিয়া আর ইরানির শিক্ষার দৌড়!

কথায় বলে ঢিলটি মারলে পাটকেল খেতে হয়। ভারতের লোকসভা নির্বাচনে বিপুলভোটে হেরে যাওয়ার পর কংগ্রেসকে আস্ত একখানা পাটকেল ছুড়ে মেরেছেন নরেন্দ্র মোদির পানি সম্পদমন্ত্রী উমা ভারতী। তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে অবশ্য মঙ্গলবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন। তিনি টুইটারে মোদির মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেছিলেন,‘ কী একখান মন্ত্রিসভাই না বানিয়েছেন মোদি। তার এইচআরডি মন্ত্রী স্মৃতি ইরানি ডিগ্রি পাসও করেননি। তার নির্বাচনী হলফনামার ১১ পৃষ্ঠায় গিয়ে দেখুন।’

জবাবে ভারতের পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী বুধবার টুইটারে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন,‘ আমি কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখতে চাচ্ছি।এরপর কংগ্রেস যেন ইরানির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে আসেন।’

তিনি আরো বলেন,‘ সোনিয়া গান্ধীর উচিত তার এমপিদের এসব বিবৃতি দেয়া থেকে বিরত রাখা ।’

বুধবার বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস নাকবি বলেন, কংগ্রেস নেতাদের এসব উন্নাসিকতার কারণেই লোকসভা নির্বাচনে দেশের লোকজন তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের এখন বিজেপি নেতাদের সম্পর্কে আজেবাজে মন্তব্য থেকে বিরত থাকা উচিত।



মন্তব্য চালু নেই