৮ মাসের গর্ভবতী মডেলের সিক্স প্যাক অ্যাবস্ ছবি, সমালোচনার ঝড়

দেহ সৌষ্ঠবের বিচারে  সিক্স প্যাক অ্যাবস বেশ জনপ্রিয়। কিন্তু একজন গর্ভাবস্থায় এমন করেন তাহলে তো চোখ কপালে উঠবেই। এমনই ঘটেছে মডেল সারা স্টেজের ক্ষেত্রে।

 

৮ মাসের গর্ভবতী ওই মডেল তাঁর সিক্স প্যাক অ্যাবসের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। এই ছবি ঘিরেই বইছে তীব্র সমালোচনার ঝড়। বিভিন্ন পোজে সেলফি পোস্ট করেছেন তিনি। এর সমালোচনা করে অনেকেই বলছেন, এই ছবি তরুণী মায়েদের অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে।



মন্তব্য চালু নেই