খালেদার কার্যালয়ে চিকিৎসক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশান কার্যালয়ে গেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মুজিবুর রহমান ভূঁইয়া।
মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর অধ্যাপক মুজিবুর রহমান ভূঁইয়া বিএনপি প্রধানের রাজনৈতিক কার্যালয়ে যান। খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সেখানে গেছেন বলে কার্যালয় থেকে জানানো হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ৩ জানুয়ারি রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুসহ নানা ঘটনার পরও কার্যালয় ত্যাগ করছেন না তিনি।
মন্তব্য চালু নেই