আবারো আদালতে না যাওয়ার সিদ্ধান্ত খালেদার

সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বৃহস্পতিবার আদালতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দিন বড়পুকুরিয়া কয়লাখনি মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার।

মাহবুব হোসেন বলেন, সরকার খালেদা জিয়ার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং বিচারকরাও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তাই এক্ষেত্রে খালেদা জিয়াকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হলে আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া বিচারকদের উপর কোনো আস্থা রাখতে পারছেন না বলেও তিনি জানান।

এর আগে আদালতে যাওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের আইনবিষয়ক সহ-সম্পাদক নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেহেতু গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাই বৃহস্পতিবার আদালতে যাওয়ার ব্যাপারে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই