বরিশালে ডিবির অভিযানে আটক-৫

নগরীর হাটখোলার একটি গোডাউনে মেয়াদ উর্ত্তীন কোমলপানীতে অভিনব কায়দায় মেয়াদ বাড়িয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে রবিবার রাতে ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

অভিযানের নেতৃত্বদানকারী ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলার সারপট্টির মেসার্স আলভি এন্টারপ্রাইজ নামের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এসময় গোডাউনের ভিতরে থাকা লোকজনে মেয়াদউর্ত্তীন কোমলপানীর বোতলে থাকা তৈরী ও মেয়াদ শেষ হওয়ার তারিখের সিল কেমিক্যাল দিয়ে মুছে নতুন করে মেয়াদ বাড়িয়ে সেখানে তৈরী ও মেয়াদ শেষ হওয়ার তারিখ বসাচ্ছিলো। ডিবি পুলিশের সদস্যরা ওই গোডাউনে প্রবেশ করে তাদের কাজ বন্ধ করে দিয়ে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বোতলের ৭১০ লিটার মেয়াদউর্ত্তীন কোমল পানীয় জব্দ করেন।

একইসাথে কোমলপানীর ডিলার রফিকুল ইসলাম রাসেল ও কোম্পানীর ৪ কর্মচারী জাকির হোসেন, রিয়াজ, মিঠু ও নয়ন আকনকে আটক করে। আটকৃতরা জানায়, তারা কোম্পানীর নির্দেশে এ কাজ করেছেন। মেয়াদউর্ত্তীন জব্দকৃত কোমলপানীর মধ্যে রয়েছে মেরিন্ডা, সেভেনআপ, পেপসি, মাউন্টেন ডিউ ও কোকাকোলা। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৭৭ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে ওইদিন রাতেই ডিবি পুলিশের এস.আই মিলন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।



মন্তব্য চালু নেই