জয়ের পর যা বললেন মাশরাফি

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে বাংলাদেশ। যদিও এর আগে ২০০৭ সালে সুপার এইটে খেলেছিল লাল-সুবজ জার্সিধারীরা। ইংলিশদের হারিয়ে ইতিহাস রচনা করে মাশরাফি বাহিনী।

ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা বলেন,‘ খুব গর্ব হচ্ছে। টিম ম্যানেজম্যান্ট, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ধন্যবাদ।’ ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে মাশরাফি বলেন,‘আমরা শুরুর দিকে ভালো ছিলাম না। কিন্তু মাঝপথে আমরা ফিরে আমরা ফিরে আসি। মাহমুদউল্লাহ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে। তার সঙ্গে মুশফিকুর রহিমও অসাধারণ খেলেছে। আমি মনে করি রুবেল হোসেন গুরুত্বপূর্ণ সময়ে অসাধারণ বোলিং করেছে। চারটি উইকেট তুলে নিয়েছেন। আমরা কি করতে পারি তা আমরা দেখিয়ে দিয়েছি। এটাই আমাদের সার্থকতা।’

তামিমের ক্যাচটি নিয়ে মাশরাফি বলেন,‘ ক্যাচটি মিস করায় তামিমের নিজেরও বেশ খারাপ লাগছে। সে আমারদের দলের সেরা একজন ফিল্ডার।’



মন্তব্য চালু নেই