গোপন প্রেমের গুঞ্জন : মুখ খুললেন মম!
নাট্যনির্মাতা শিহাব শাহীনের সঙ্গে অভিনেত্রী জাকিয়া বারি মমর প্রেমকাহিনী মিডিয়াতে ওপেন সিক্রেট ঘটনা। এতোদিন প্রেমের বিষয়টা মিডিয়ার কাছে তারা দুজনেই গোপন করেছেন। তবে এবারই প্রথমবারের মতো শিহাব শাহীন বিষয়ে মুখ খুললেন মম।
গতকাল ৮ মার্চ মম তার ফেসবুক থেকে শিহাব শাহীনের ফেসবুক ওয়াল এ লেখেন, আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ ও জানলাম যে আপনি এমন ই…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালোবাসা, কারণ নিখাদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ভালো থাকুন। আমি একা আছি আর একাই ভালো থাকব…
উল্লেখ্য, নাট্য নির্মাতা শিহাব শাহীন পরিচালিত প্রথম ছবি ছুঁয়ে দিলে মন-চলচ্চিত্রে নায়িকা হিসেবে রয়েছেন মম। ছবিটি আসছে এপ্রিল এ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=l0-scBbJpD4
মন্তব্য চালু নেই