পাবনার সাঁথিয়ায় সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক সদস্য মুকুল হোসেনকে ৪৮ গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের দ্বারামুধা গ্রামের ব্রিজের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মুকুলের বাড়ি ওই একই গ্রামে। ১০/১২ বছর আগে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে মুকুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে সকালে বাড়ির কাছে ব্রিজের নিচে তার গলা কাটা মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
হত্যাকারীদের চিহ্নিত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।


















মন্তব্য চালু নেই