পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2014/12/road-acc-620x330.jpg)
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাপায় লামিয়া খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলের দিকে শহরের কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া পৌরসভার ঝাড়িপুকুর এলাকার মাছ ব্যবসায়ী মানিক প্রামাণিকের মেয়ে। সে গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের কলেজ রোডস্থ মিলপাড়ায় দাওয়াত খেয়ে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল লামিয়া।
এ সময় একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, মৌখিকভাবে বিষয়টি তারা শুনেছেন। মেয়ের বাবা এখনো থানায় আসেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই