‘আ.লীগ যাত্রী নামিয়ে গাড়িতে আগুন দিত’

‘আওয়ামী লীগ অতীতে হরতাল করেছে। আমরা সে সময় গাড়ি থেকে যাত্রী নামিয়ে তারপর গাড়িতে আগুন দিয়েছি, বোমা মেরেছি, ভাঙচুর করেছি। কিন্তু বিএনপি-জামায়াত জোট হলো দানবদল। তারা গাড়ী থেকে যাত্রী না নামিয়ে আগুন দিয়ে, পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে।’

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এ সব মন্তব্য করেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কবি নজরুল হাই স্কুল মাঠে শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে বিধবা ও বয়স্কদের ভাতা প্রদান এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জোট সরকার দেশে তেমন উন্নয়ন করতে পারেনি। বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। দেশ নেত্রী শেখ হাসিনা জনগনের জন্য রাজনীতি করেন আর বেগম খালেদা জিয়া জনগনকে আগুন দিয়ে, পেট্রোলবোমা মেরে ক্ষমতা লোভের রাজনীতি করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলধারা ইউনিয়নের চেয়ার‌ম্যান আব্দুল মাজেদ খান, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই