লালমনিরহাটে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আঃ রশিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত রশিদ বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের ফজলুল হকের পুত্র বলে জানা গেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, আব্দুর রশিদ বুড়িমারীতে অবস্থিত সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় পাথর ক্রাসিংয়ের কাজ করতেন। প্রায় তিন বছর ধরে এ কাজ করে আসছিলেন তিনি। পাথর ক্রাসিংয়ের সময় উড়ন্ত ধুলা নাক-মুখ দিয়ে শরীরে ঢুকে সিলিকোসিস রোগের জন্ম দেয়। আব্দুর রশিদ ছাড়াও আরো প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

ঢাকার বিলস নামের একটি সংগঠন এসব রোগীকে সনাক্ত করে আসছে। বাংলাদেশের মধ্যে বুড়িমারী স্থলবন্দরে প্রথম এ রোগটি সনাক্ত করা হয়।



মন্তব্য চালু নেই