অভিজিৎ রায়ের অকাল মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা

গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক অজয় রায়ের পুত্র অভিজিৎ রায়ের অকাল মৃত্যুতে ৫ মার্চ ২০১৫ইং / ২১ ফাল্গুন ১৪২১ গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে আয়োজিত শোকসভায় রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী, গাণিতিক ও ভৌত বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী , গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বানু, অধ্যাপক আতাউর রহমান খান, অধ্যাপক মনসুর মুসা, উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং তাঁর স্ত্রী ডা. রাফিদা আহমেদ বন্যার আশু সুস্থতা কামনা করা হয়। সভায় বক্তারা অভিজিৎ রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।



মন্তব্য চালু নেই