নিষিদ্ধ হলো চার চলচ্চিত্র

সেন্সরবোর্ডের বাদ দেওয়া দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের অভিযোগে চার সিনেমার সেন্সর সনদপত্র সাময়িক বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, এসব চলচ্চিত্র কোথাও প্রদর্শন করা যাবে না।

সেন্সর সনদ বাতিল হওয়া সিনেমাগুলো হলো- মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত পাগল তোর জন্য রে, মো.  আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা, শাহ আলমগীর বাচ্চু প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত খুনী বিল্লা এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত নগদ

kisuasha_66690
কিছু আশা কিছু ভালবাসা ছবির একটি দৃশ্যে নাজনীন আক্তার হ্যাপী ও অন্যরা

এগুলোর মধ্যে পাগল তোর জন্য রেকিছু আশা কিছু ভালবাসা চলচ্চিত্র দুটি থেকে সেন্সরবোর্ডের বাদ দেওয়া দৃশ্য সংযোজন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর বিবেচনার জন্য সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া হয়। জুরি বোর্ডের সদস্যরা পরীক্ষণকালে এ চলচ্চিত্র দুটিতে বাদ দেওয়া দৃশ্য দেখতে পান।

অপরদিকে খুনী বিল্লানগদ চলচ্চিত্র দুটিকে বাদ দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেন্সরবোর্ডের ছেটে ফেলা দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য সংযোজন করে প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট ব্যবহার করে প্রচারণা চালানো হয়।



মন্তব্য চালু নেই