এক সিমেই ২১৫ দেশ

এক সিম কার্ডই ২১৫টি দেশে ব্যবহার করা যাবে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন এই সাশ্রয়ী কলরেটের গ্লোবাল সিম কার্ড। কার্ডটি দিচ্ছে ইউজিআই ট্রেড কোম্পানি (ওয়াওটেল)। সম্প্রতি এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রত্যেক কার্ডে প্রতি মাসেই থাকছে ফ্রি টকটাইম। ওয়াওটেল গ্লোবাল সিম সব ধরনের মোবাইল সেটে ব্যবহারযোগ্য। গ্রাহকদের জন্য সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস সেন্টার খোলা রাখা হয়েছে।

আজীবন মেয়াদি ওয়াওটেল গ্লোবাল সিম কার্ডের বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিকটস্থ ইউসিবিএল কিংবা ওয়াওটেল সেবাকেন্দ্রে। অথবা ফোন করুন এই নম্বরে ০১৯২২ ১১ ০৩১৮, ০১৯২২ ১১ ০৩২১, অথবা ইমেইল করুন এই ঠিকানায়, [email protected]



মন্তব্য চালু নেই