নানা আয়োজনে : এশিয়ার অন্যতম বৃহৎ রেলসেত হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উদযাপিত

এশিয়ার অন্যতম বৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ শতবর্ষ পূতি উদযাপিত উপলক্ষে গতকাল দুপরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর আড়াইটার দিকে কেক কেটে শত বর্ষ উদযাপনের সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে দেওয়া হয়। পরে, মঙ্গল প্রদীপ জ্বেলে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
হার্ডিঞ্জ ব্রিজের পাদদেশ ঈশ্বরদীর পাকশীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য আজিজুর রহমান শরীফ।
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আফজাল হোসেন, প্রবীণ রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মণ্ডল, উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, শ্রমিক নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুল, আওয়ামী লীগ নেতা সাইফুল আলম বাবু মন্ডল, রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১, ২ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক হাসানুজ্জামান। পরে, হার্ডিঞ্জ ব্রিজকে ঘিরে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী, খেলাঘর ও স্পন্দন সাউন্ড সিস্টেমের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


















মন্তব্য চালু নেই