যে ২০টি ব্যাপার জানিয়ে দেয় সম্পর্কটি থেকে কেবল কষ্টই পাবেন আপনি

হয়তো আপনি বিবাহিত কিংবা ভালোবাসেন কাউকে, প্রেম করছেন। কিন্তু জানেন কি সম্পর্কের ভবিষ্যৎ? সম্পর্কের প্রথম দিকে সবকিছুই অনেক সুন্দর থাকে, কিন্তু সময়ের সাথে সাথে অনেক ভালোবাসাই হারিয়ে ফেলে সৌন্দর্য। আপনাদের সাথে এমন কিছু হবে না তো? জেনে নিন ২০ টি লক্ষনের কথা। এগুলোর মাঝে যদি ১৫ টা বা তার অধিক মিলে যায়, তাহলে জেনে নেবেন যে সম্পর্কটি থেকে কষ্ট ছাড়া কিছুই পাবেন না আপনি। অন্তত যদি পরিস্থিতি না বদলায়। তাই আপনার উচিত হবে সম্পর্কের উন্নয়নে মনযোগী হওয়া।

১) সঙ্গী সবসময়েই বলেন যে “আপনি বোকা বা নির্বোধ”। কিংবা দুজনের মাঝে নিজেই বেশী বুদ্ধিমান দাবী করেন।

২) বেশিরভাগ সিদ্ধান্ত আপনার সঙ্গীই নিয়ে থাকেন এবং মানতে না চাইলেও আপনাকে মেনে নিতে হয়।

৩) সঙ্গী কখনোই প্রশংসা করেন না আপনার। বরং কিছু না কিছু দোষ খুঁজে বের করেনই।

৪) আপনার ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু করতে বাধ্য করেন। আপনার “না” কে তিনি কখনোই সম্মান করেন না।

৫) সঙ্গীর কারণে নিজের পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন আপনি।

৬) আপনারা দুজন পরস্পরের কোন শখ বা লাইফ স্টাইলকে নিজের করে নিতে পারেন নি। কিংবা আপনি নিয়েছেন, কিন্তু তিনি নেন নি।

৭) বরং সঙ্গীর কাছ থেকে কিছু খারাপ অভ্যাস শিখে ফেলেছেন আপনি। যেমন ধরুন মদ বা সিগারেট খাওয়া, মিথ্যা বলা, আলসেমি ইত্যাদি।

৮) সঙ্গীর সাহচর্যে নিজেকে আর সুন্দর মনে হয় না আপনার। বা তিনি আপনাকে সুন্দর বলেন না। বরং শারীরিক খুঁত নিয়ে খোটা দেন।

৯) নানান ভাবে সঙ্গী আপনাকে ভয়ভীতি দেখান। সেটা শারীরিক-মানসিক দুই রকমই হতে পারে।

১০) ঝগড়া বিবাদ হলে তিনি গায়ে হাত তোলেন, এটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে।

১১) নিজের কোন আবেগীয় বিপর্যয়ে আপনি তাঁর কাছে আশ্রয় পান না।

১২) আপনার কান্না তাঁর ওপরে খুব একটা প্রভাব ফেলে না।

১৩) সম্পর্ক শুরুর আগে আপনি যেমন ছিলেন, এখন আর তেমন নেই। অনেকটাই বিষণ্ণ হয়ে পড়েছেন, আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে।

১৪) আপনার সঙ্গীর আলাদা একটি জগত আছে এবং সেখানে আপনার প্রবেশাধিকার নেই।

১৫) আপনার বেশিরভাগ কথাকেই তিনি গুরুত্ব দেন না।

১৬) আপনার কাছ থেকে তিনি দূরে থাকলে আপনি আর তাঁকে মিস করেন না। তিনিও আপনাকে করেন না।

১৭) আপনার কোন সাফল্যে তিনি খুশি হন না বা আপনাকে উৎসাহ দেন না।

১৮) আপনি মনে করেন না যে আপনার সঙ্গী ভালো মা কিংবা বাবা হবেন।

১৯) আপনি সর্বদা প্রচণ্ড মানসিক চাপ অনুভব করেন এই সম্পর্কের কারণে।

২০) সঙ্গী আপনার নামে অন্যদের কাছে কমপ্লেইন করে এবং আপনিও করেন।



মন্তব্য চালু নেই