‘খালেদা জিয়াকে গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে’
খালেদা জিয়াকে গ্রেফতার করতে হলে আদালত নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ লাগবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।
কোকোর চেহলাম অনুষ্ঠানে যোগদান শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম। চেহলামের মতো অনুষ্ঠানে আসতে বাধা থাকবে কেন- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এগুলো খারাপ নজির স্থাপন করছে। এই দিন শেষ দিন নয়। এগুলো বুমেরাং হতে পারে। সরকার বাড়াবাড়ি করছে।
সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজনীতি করতে হলে রাজনীতির মতো করেন। আমরা অন্যায় করলে জেল দেন, ফাঁসি দেন।
খালেদা জিয়ার গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করবে পুলিশের ঘাড়ে কয়টা মাথা। খালেদা জিয়াকে গ্রেফতার করতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে। এ সংগ্রাম খালেদা জিয়া বনাম শেখ হাসিনার সংগ্রাম।
বিএনপিতে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনপিতেই আছি এবং আজীবনই থাকব।’
মন্তব্য চালু নেই