এনায়েতপুরে সরকারী জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ আটক ১

সিরাজগঞ্জের এনায়েতপুর খানার খুকনী বাজারে সরকারী খাস জায়গা দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত খুকনী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাফিজ উদ্দিন (৫৫), আসাদুল (৩৫), হফিজ উদ্দিনের ছেলে আমিরুল (২৩), মাহমুদ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪), আমিনুল ইসলাম (১৮), মেয়ে আমিনা (২০),, ফারুক হোসেন ও আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আজমত আলী নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খুকনি গ্রামের মৃত শুকুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন এবং মৃত ওয়াজ আলীর ছেলে মাহমুদের সাথে দীর্ঘদিন যাবৎ সরকারী ৭ শতাংশ জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার রাতে আনোয়ার হোসেন বিবাদমান ঐ জায়গায় ঘর তুলতে গেলে মাহমুদের লোকজন বাধা দেয়। এসময় উভয়পক্ষের লোকজন বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একটি দোকানও ভাংচুর করা হয়।

এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং গুরুতর আহত ৮জনকে রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই