সাকিবকে টপকে গেলেন দিলশান

ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থেকে ১১তম বিশ্বকাপে সাকিব আল হাসানের যাত্রা শুরু।

গত ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে টপকে ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন সাকিব। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

বিশ্বসেরার মুকুট মাথায় নিয়েই বিশ্বমঞ্চে মাঠে নামেন সাকিব। প্রায় এক মাস শীর্ষস্থান ধরে রাখেন তিনি। কিন্তু গ্রুপ পর্বের মাঝামাঝি সময়ে তাকে শীর্ষস্থান হারাতে হলো। সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডের অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করে।

সদ্য প্রকাশিত তালিকাতে সাকিব দুইয়ে নেমে গেছেন। শীর্ষে উঠে এসেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকারত্নে দিলশান। শীর্ষে থাকা দিলশানের রেটিং পয়েন্ট ৪০৯। দিলশানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে সাকিব (৩৯৯)। ৩৯৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

বিশ্বকাপে দিলশানের পারফরম্যান্স চোখে পড়ার মতো। চার ম্যাচে ২৯৯ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন তিনটি। সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের বিপক্ষে (১৬১*)। অন্যদিকে সাকিব দুই ম্যাচে ১০৯ রান করেছেন। উইকেট নিয়েছেন দুটি।

index

উল্লেখ্য, একক আধিপত্য দেখিয়ে গত ১২ জানুয়ারি ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের নাম উঠে আসে।

ঠিক ১০ দিনের মাথায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করায় সাকিবকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে উঠেছিলেন ম্যাথুস।



মন্তব্য চালু নেই