চোর-মালিক সমঝোতা
বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা হাতাল চোর : টাকা-গাড়ী হারিয়ে পাগল প্রায় মালিক
চট্টগ্রাম রাউজানে চুরি হওয়া গাড়ি ফেরত পেতে মালিক চোরের সমঝোতা তৎপর কৌশলে বিকাশে টাকা লেনদেনের চাঞ্চল্য খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, রাউজানে সিএনজি গ্যাস চালিত একটি আটোরিক্সা চুরি হয় গত বুধবার। চুরি হওয়া গাড়িতে থাকা মেবাইল নাম্বারে চোরের দল মালিকের সাথে ফোনে যোগাযোগ শুরু করে। তারা গাড়িটি ফিরিয়ে দেয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করে। চক্রটি ইতিমধ্যে কৌশলে বিকাশের মাধ্যমে ৬০হাজার টাকা হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায়, গত বুধবার দিবাগত রাতে পৌর এলাকার ছত্রপাড়া গ্রামের সাবেক কমিশনার আইয়ুব চৌধুরীর বাড়ি থেকে চট্টগ্রাম-থ-১২-৫০৫২ নাম্বরের অটোরিক্সাটি চুরি হয়। গাড়িটির চালক মোহাম্মদ তৈয়ব জানায়, রাতে বাড়ির উঠানে গাড়ি রেখে ঘরে ঘুমিয়ে পড়লে গাড়িটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গাড়িটি পাওয়া যায়নি।
গাড়িটির মালিক রতন মুহুরী জানান, গাড়িটি চুরি হওয়ার একদিন পর চোরের দলের একজন ফোন করে জানায়, গাড়িটি ফিরিয়ে দেবে, তবে বিনিময়ে এক লাখ টাকা দিতে হবে। চোর ও মালিক পক্ষের দেন দরবারে ৮০ হাজার টাকা বিকাশে প্রদান স্বাপেক্ষে গাড়িটি কোথায় রেখে আসবে ফোনে জানাবে চোর। এই সিন্ধানের অংশ হিসাবে প্রথমে ৫০ হাজার টাকা বিকাশে পাঠানো হয় চোরের কাছে। বাকি টাকা প্রদান করার কথা ছিল গত শনিবার ও গাড়ি সন্ধ্যায় ফিরিয়ে দেয়ার কথা। কথা অনুযায়ী চোরের দল বাকি টাকা পাঠাতে ফোন করলে আবারো বিকাশের মাধ্যমে পাঠানো হয় ১০ হাজার টাকা।
বাকি টাকা গাড়ি পাওয়া মাত্র বিকাশ করার কথা থাকলেও যোগাযোগের একম্ত্রা মাধ্য ফোন নাম্বরটি বন্ধ করে দিয়েছে চোর। গাড়ির মালিক রতন জানান সরল মনে গাড়ি পাঠাবে এই আশায় রাত ১২টা পষর্ন্ত নগরীর কালুঘাট ব্রিজে অপেক্ষা করে ফিরে আসতে হয় তাদের। মাথায় হাত পড়েছে গাড়ি মালিকের। গাড়ি ও দেয়া টাকা দুইটাই হারিয়ে পথে বসেছে এই গাড়ির মালিকের।
মন্তব্য চালু নেই