স্বামীর মাথায় রিভলবার ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষন

হাওড়ার একটি রেল স্টেশনে স্বামীর মাথায় রিভলবার ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেছে ৩ বখাটে যুবক। এই স্টেশনটির নাম মৌড়িগ্রাম। অভিযুক্ত ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কলকাতা যাওয়ার শেষ ট্রেন ধরতে ওই স্টেশনে যান তরুণ দম্পতি। ট্রেন না পাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ভেবে ভোরের ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মেই থেকে যান। এর কিছুক্ষণ পরই ৩ যুবক তাদের কাছে আসে। স্বামীর মাথায় রিভলভার ঠেকিয়ে স্টেশনের পাশে নিয়ে চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করে তিন দুর্বৃত্ত।

ওরা চলে গেলে তিনি স্ত্রীকে কাঁধে করে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যান। ভোরবেলা আরপিএফের জওয়ানরা আসলে তাদের জানান। এর পরেই রেল পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার ভারতে রেল বাজেট পেশ কালে রেলমন্ত্রী নারীদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেন। আর সেই রাতেই রেল স্টেশনে এমন অঘটনে সেখানে সমালেচনার ঝড় উঠেছে।



মন্তব্য চালু নেই