বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ভিলিয়ার্সের

জোহানেসবার্গের পর সিডনিতে আবার এবি ডি ভিলিয়ার্সের নির্মমতার শিকার ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান ডি ভিলিয়ার্স। যা বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম। এদিন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন প্রোটিয়া দলপতি। তাছাড়া ৬৪ বলে ১৫০ রানে স্পর্শ করেন ভিলিয়ার্স। যা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম। দিনশেষে ৬৬ বলে ১৬২ রানে অপরাজিত ছিলেন প্রিটোরিয়ার ৩১ বছর বয়সী প্রতিভা।
সেঞ্চুরি ও দেড় শতকের দুই মাইলফলক ছোঁয়ার দিনে অধিনায়ক হিসেবেও একটা অনন্য কীর্তি গড়েছেন ভিলিয়ার্স। বিশ্বের ১৫ তম অধিনায়ক হিসেবে রঙিন পোশাকে এদিন ৩ হাজারের বেশি রান করার গৌরব লাভ করেন তিনি।
২০১১ সালের বিশ্বকাপে ভারতের ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিপক্ষে খেলায় আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপের দ্রুততম হওয়ার নজির স্থাপন করেছিলেন। প্রসঙ্গত, এর আগে গেল জানুয়ারি মাসের ১৮ তারিখে জোহানেসবার্গে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ভিলিয়ার্স। যা ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি।



মন্তব্য চালু নেই