আসছে ‘বোঝে না সে বোঝে না’

দুটি অভিজাত পরিবার। একটি মির্জা পরিবার ও অন্যটি চৌধুরী পরিবার। আঁচল মির্জা পরিবারের আদরের মেয়ে। তার তিন ভাইয়ের আদরের ছোট বোন তিনি। অন্যদিকে চৌধুরীর পরিবারের ছেলে কাবিলা তাকে পছন্দ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল দ্বন্দ্ব-সংঘাত। এ পরিস্থিতিতে আদরের ছোটবোনকে নিয়ে ভাইয়েরা চলে যান গ্রামে। সেখানে গ্রামের ছেলে আকাশের সঙ্গে আঁচলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ছবির কাহিনী মোড় নেয় অন্য দিকে।

তবে এটা কোন বাস্তব কাহিনী নয়, মমতাজুর রহমান আকবর প্রযোজিত ও পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ নামক রোমান্টিক ও অ্যাকশন ঘরনার ছবির গল্প। এ ছবিতে আরো অভিনয় করেছেন আকাশ খান, আঁচল, অমিত হাসান, প্রবির মিত্র, রেবেকা জলি, কাবিলা প্রমুখ।

নির্মাতাসূত্রে জানা যায়, ইতোমধ্যে ছবিটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই ছবিটি মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই