রেখা সিঁদুর পরেন অমিতাভের জন্য!

বলিউডের কিংবদন্তী তারকা রেখা তার সিঁথিতে সিঁদুর পরেন তার একসময়ের প্রেমিক, সহ অভিনেতা অমিতাভ বচ্চনের জন্যে- এমন বিস্ফোরক মন্তব্য ছাপা হয়েছে গ্রেইট ম্যাগাজিনে। আর এই মন্তব্যটি করেছেন বলিউডের প্রবীন অভিনেতা ও বিগ বস ৮ এর প্রতিযোগী পুনীত ইসারের স্ত্রী দীপালি।

রেখা এখনও কপালে সিঁদুর পরেন, কার জন্য?- নিজেই এমন প্রশ্ন করে উত্তর হিসেবে দীপালি দাবী করেছেন যে, রেখা সিঁদুর পরেন অমিতাভ বচ্চনের জন্য।

দীপালির এই কথাতে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে৷ কেন হঠাৎ এমন কথা বললেন দীপালি? খতিয়ে দেখে অনেকে বলছেন, সম্প্রতি পুনীত বিগ বস সিজন ৮-এর প্রতিযোগী হিসেবে ছিলেন। রেখা অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে যাওয়ার পর পুনীতকে বেশিরভাগ সময়ই এড়িয়ে গিয়েছেন এবং যদিও বা তার সঙ্গে কথা বলতে হয়েছে, তাও খুব অনিচ্ছা সহকারে, রূঢ় ভাবে বলেছেন।

বিগ বসে যে সামান্য সময় রেখা পুনীতের সঙ্গে কথা বলেছিলেন, সেখানে রেখাকে বলতে শোনা গেছে পুনীতের উদ্দেশে, তিনি আর কত পাপ করবেন। দীপালিও সে সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

অনেকের মতে, কুলি সিনেমায় অভিতাভ বচ্চনের দুর্ঘটনার জন্যে পুনীতকেই এখনও দায়ী মনে করেন রেখা।

অনুষ্ঠানটিতে পুনিতের পাশাপাশি দীপালিকেও পাত্তা দেননি রেখা, এমনকি তাকে যেন চেনেনই না, এরকম ভাব দেখিয়েছেন। ফলে সব মিলিয়েই দীপালির এই বিস্ফোরণ বলে মনে করছেন অনেকে।



মন্তব্য চালু নেই