পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে সোমবার পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু সহ অনেকে।
মন্তব্য চালু নেই