ফুলবাড়ী ২৯ বিজিবি’র জাপানী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউণ্ড গুলি উদ্ধার

ফুলবাড়ী ২৯ বিজিবি’র বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী সকালে অভিযান চালিয়ে ম্যাগজিন ও গুলিসহ একটি জাপানী পিস্তল উদ্ধার করেছে।

অভিযানের দলনেতা কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার মনির হোসেন জানান, সীমান্ত থেকে অস্ত্র আসার সংবাদে তারা বিরামপুর পৌর এলাকার মনিরামপুর পাকা রাস্তার পাশে অবস্থান নেন।

এসময় একটি লোক বাইসাইকেলের হ্যান্ডেলে বেগুন, মরিচ ভর্তি একটি ব্যাগ নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাইকেল আরোহী সাইকেল ফেলে পালিয়ে যায়।

বিজিবি ওই ব্যাগ তল্লাশী করে ভিতর থেকে একটি জাপানী পিস্তল, ২টি ম্যাগজিন ও ছয় রাউণ্ড গুলি উদ্ধার করেন। ক্যাম্পের হাবিলদার জানান, উদ্ধারকৃত অস্ত্র বিরামপুর থানায় জমা দেওয়া হবে।

ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ (পিএসসি)এর সাথে মুঠোফোনে একটি জাপানী পিস্তল, ২টি ম্যাগজিন ও ছয় রাউণ্ড গুলি উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই