সৌরভ-রাহুলের রেকর্ড ভাঙলেন গেইল-স্যামুয়েলস
‘৯৯ বিশ্বকাপের রাহুল আর সৌরভের ৩১৮ রানের ঐতিহাসিক পার্টনারশিপ । ২২ গজে ক্রিকেটের সঙ্গে প্রেম নিবেদনের অন্যতম সেরা নিদর্শন ।
লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জুটির অনন্য নজির । একে অপরের সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গত দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়। এবার ক্রিকেটের সেই রোম্যান্টিক জুটিকে হার মানালো আরও এক রোম্যান্টিক জুটি । এক দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের মঞ্চেই গড়ে উঠলো নতুন ইতিহাস ।
জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় উইকেটে ৩৭৮ রানের পার্টনারশিপ তৈরি করলেন ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলস । ওভালকে আরও একবার রোম্যান্টিক ক্রিকেট উপহার দিল দুই ক্যারাবিয়ান জায়েন্ট গেইল-স্যামুয়েলসের জুটি ।
১৯৯৯ বিশ্বকাপে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় উইকেটে ৩৭৮ রান করেছিলেন রাহুল ও সৌরভ । ১৫৩ রানে অপারজিত ছিলেন রাহুল । ১৮৩ রানে আউট হয়ে ক্রিজ ছেড়ে ছিলেন সৌরভ ।
প্রেমের নিবন্ধেও এমন গভীর মিল খুঁজে পাওয়া বিরল । বাঁ হাতি গেইল ফিরলেন শেষ বলে । ৪৯.৫ ওভারে ২১৫ রানে আউট হন ক্রিস । অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলস ।
মন্তব্য চালু নেই