রেখার সঙ্গে ছবি নয়: অমিতাভ

রেখার সঙ্গে কোনও ছবিতেই কাজ করছেন না তিনি। রবিবার মুম্বইয়ে এ কথা সাফ জানালেন অমিতাভ বচ্চন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, “আমি এ রকম কোনও কাজ করছি না। কিন্তু আপনারা যদি যশরাজ ফিল্মসের কাউকে চেনেন তা হলে আমাকে নিতে বলবেন। আজ কাল কাজ পাওয়া খুব কঠিন।” সম্প্রতি খবর ছড়ায়, আদিত্য চোপড়ার একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন অমিতাভ-রেখা।



মন্তব্য চালু নেই