মহিষের নাম ক্যাটরিনা কাইফ
ধরুন, কেউ একজন তারে মহিষকে আপনার নামে ডাকছে। কি করবেন তখন আপনি? এতে আপনি যে প্রতিক্রিয়ায় দেখান না কেন, বলিউড সুন্দরী ক্যাটরিনার নামে একটি মহিষের নাম করার পরেও তিনি বিষয়টিকে শ্রেফ মজা বলেই উড়িয়ে দিয়েছেন। তবে এতে দারুণ ক্ষেপেছেন ক্যাটরিনা ভক্তরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এর তীব্র সমালোচনা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি একটি মহিষের নাম রাখা হয়েছে ক্যাটরিনা কাইফ। একটি মোবাইল কোম্পানি তাদের বিজ্ঞাপনে একটি মহিষকে ক্যাটরিনা কাইফ বলে সম্বোধন করেছে। তবে এটি জানার পরে মোটেও অবাক হননি এ বলিউড ডিবা।
তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটা নিছকই মজা করার জন্য করা হয়েছে।
তিনি এও জানান, অপর একটি মোবাইল কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে কাজ করেন তিনি। সেই কোম্পানিটির প্রতিদ্বন্দীরাই এই বিজ্ঞাপনটি তৈরি করেছে।
এদিকে মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মোবাইল অ্যাপটির বিজ্ঞাপনে ক্যাটরিনাকে নিয়ে মজা করেছেন পরিনীতি চোপড়া এবং বরুন দেওয়ান।
অন্যদিকে বিজ্ঞাপনটি সম্প্রচারের ক্যাটরিনা ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির তীব্র সমালোচনা করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, এরই মধ্যে এ বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই