তারা কী বললেন
২০১৫ বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের পর ব্লাক ক্যাপসদের নির্মমতার শিকার ইংলিশরা। শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের দ্বৈরথে ২২৬ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। টানা দুই হারে ‘এ’ গ্রুপের তলানিতে গিয়ে ঠেকেছে ইয়ন মরগান বাহিনী। আর ধারাবাহিকতা ও দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে টেবিলের শীর্ষে কিউইরা। আচ্ছা শুক্রবার ঘরের মাঠে আরেকটি উড়ন্ত জয়ের পর কী বললেন স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম, ইংলিশ সেনাপতি মরগানের ভাবনা কী, আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া টিম সাউদি বা কী বললেন? অাসুন জেনে নেই-
টিম সাউদি: ৩৩ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া সাউদি বললেন, ‘দেশের মাটিতে এতো দর্শকের সামনে দলের জন্য খেলতে পারাটা দারুণ স্পেশাল। তবে আমার ধারনা আমরা একটা বোলিং ইউনিট হিসেবে কাজ করতে পেরেছি। যেদিন সবকিছুই আমাদের পক্ষে গেছে।’ যে শেন বন্ডের রেকর্ড ভেঙে দেশের পক্ষে সেরা বোলিং করার রেকর্ড গড়েন সে বিষয়ে সাউদির ভাষ্য, ‘তিনি (বন্ড) গ্রেট একজন খেলোয়াড় ছিলেন। যিনি আমাদের অনেক আত্মবিশ্বাস বিলিয়েছেন। পর্দার অন্তরালে তিনি অনেক পরিশ্রম করতেন।’
ব্রেন্ডন ম্যাককুলাম: উড়ন্ত জয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা অবিশ্বাস্য। যথারীতি আগে ব্যাট করতে চেয়েছিলাম আমরা। আমি ভেবেছিলাম এটা ফ্লাট উইকেট হবে। কিন্তু বোলাররা দারুণ নৈপূণ্য দেখিয়ে সুইং আদায় করেছে। আসলে এটা ওয়াল্র্ড ক্লাস পারফরম্যান্স। দর্শকরাও ছিল দারুণ।’ পরে ইংল্যান্ড নিয়ে বলতে গিয়ে ম্যাকা বলেন, ‘ইংলিশরা নিশ্চয়ই শিগগির প্রতাপ নিয়ে ফিরে আসবে।’
ইয়ন মরগান: হারের পর কোনো অজুহাত খোজার চেষ্টা করেননি মরগান। কিউইদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তিনি বলেন, ‘তারা সত্যিই দারুণ বোলিং করেছে। আমাদের সময় অপ্রত্যাশিতভাবে সুইং করেছে। আমরা ভেবেছিলাম এটা ব্যাটিং সহায়ক উইকেট। প্রথম দুই ম্যাচে হারের পর ফিরে আসাটা কঠিন। এখন ছোট ছোট কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে আমাদের। আরেকটা কথা বলতে হয় ১২৩ তাড়া করতে নেমে ম্যাককুলামের ব্যাটিং নিশ্চয়ই আদর্শ কোনো স্কোর নয়।’
মন্তব্য চালু নেই