রেকর্ড মিস নিউজিল্যান্ডের!

ব্রেন্ডন ম্যাককুলামের ব্যাটিং তাণ্ডবে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম জয়ের রেকর্ডটি দেখতে পাচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু হতে হতেও সেই রেকর্ডটা নিজেদের করে পাওয়া হয়নি কিউইদের। মাত্র দুই বলের জন্য।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১০৯ রানের লক্ষ্যকে মাত্র ১২ ওভারেই পেরিয়ে ৫০ ওভারি ক্রিকেটের সবচেয়ে দ্রুততম জয়ের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এর এক মাস আগে ইংল্যান্ডের ১১৮ রানকে নস্যি বানিয়ে ৭৪ বলে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। যা ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম জয়। এরপরই আসছে ওয়েলিংটনের কীর্তিগাথা। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষেও ১২.২ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ক্রিকেটের তৃতীয় দ্রুততম জয় এটি।
তালিকায় এর পরের স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া টার্গেটকে ১৩.২ ওভারে ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা। এরপর পঞ্চম থেকে দশম দ্রুততম জয়ের রেকর্ড অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। এই দলগুলোর শিকারে পরিণত হয় যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারত।



মন্তব্য চালু নেই