ঐশ্বরিয়ার রান্না শাশুড়ির থেকেও ভালো!
বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খান নতুন একটি খাবারের শো শুরু করেছেন, আর তার নাম দিয়েছেন ‘ফারাহ কি দাওয়াত’। এই শোতে জনপ্রিয় সব তারকারা আসবেন অতিথি হিসেবে।
ফারাহ খান অবশ্য ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকাকে পেয়েছেন তার শোতে। এবং তিনি তাদের রান্না সম্পর্কে সব মজার তথ্য ফাঁস করে দিয়েছেন। এই যেমন ধরুন আলিয়া ভাট যখন বলেন ২১ বছর বয়সে এসেও তিনি নিজে রান্না করতে পারেন না, ফারাহ তখন তাকে থাই ভেজিটেবল রান্না করা শেখান।
অপরদিকে অভিষেক বচ্চন ভালো রান্না জানেন তা প্রমাণিত হয়। আর ফারাহ যখন অভিষেককে বলেন, নিশ্চয়ই জয়া বচ্চন অর্থাৎ অভিষেকের মা অভিষেককে শিখিয়েছেন এই রান্না করা কারণ জয়া বচ্চনও দারুণ রান্না করেন। জবাবে অভিষেক বলেন, ঐশ্বরিয়ার রান্না মায়ের চেয়েও ভালো।
যাক, ফারাহ খানের বদৌলতে অভিষেকের গোপন কথা জানা গেল, তাই বা কম কী!
মন্তব্য চালু নেই