আকস্মিক শিলাবৃষ্টিতে ফুলবাড়ীতে কৃষি ফসল ও ইটভাটার ব্যাপক ক্ষতিসাধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়োবৃষ্টিসহ শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার আমের মুকুল, সজিনার ফুলসহ পেঁয়াজ ক্ষেতের ব্যাপক ক্ষতি সহ উপজেলার প্রায় ১০টি ইটভাটার রোদে শুকানো প্রায় ২০ লাখ কাঁচা ইট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ইটভাটা মালিকেরা জানান।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্তও শিলাবৃষ্টি হয়েছে উপজেলার দৌলতপুর, খয়েরবাড়ি, বেতদীঘি, কাজিহাল ও এলুয়ারি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

উপজেলার দৌলতপুর গ্রামের কৃষক রফিক বলেন, রাত থেকেই থেমে থেমে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ার কারণে এলাকার পেঁয়াজ ক্ষেতের চারা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একইভাবে এলাকার আম গাছের মুকুলসহ সজিনা গাছের ফুল ঝরে গেছে। একই সাথে কাঁচা ঘরবাড়িরও ক্ষতি হয়েছে ব্যাপকভাবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আকস্মিক এই শিলাবৃষ্টিতে কিছু এলাকার ফসলের ক্ষতি হলেও পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসেব এখন মাঠ পর্যায় থেকে আসেনি।



মন্তব্য চালু নেই